About Me | নিজের সম্পর্কে

“দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে/ একটি শিশির বিন্দু ।” - রবীন্দ্রনাথ ঠাকুর


Photo Profile
I find it difficult to say something about myself. Saying something good is sign of pride and saying something bad is sign of over modesty. Being silent is the sign of intelligence. Still the chance to say something about myself is alluring to me. So, ignoring the above thoughts let me say something about myself.
The place where I was born, is Tufanganj, a subdivision Cooch Behar. It is neither town nor a village. Irrespective of its status of village or town, it is my favorite. I have completed my primary education from my favorite school Sarada Sishu Tirtha. After that I have completed my secondary and higher secondary education from Tufanganj N.N.M. High School. Finally I got my Bachelor Of Engineering degree from Jadavpur University in Computer Science & Engineering. I was attracted by photography in my childhood. I was too curious about the working principle of camera and I found it magical that a little camera can store a lot of beautiful images. Since then I had a dream of a camera by which I can capture and store the beauties of nature in its film. With the beginning of digital era digital cameras have replaced those analog film cameras. I started my photography with a digital camera, Nikon Coolpix L20. Currently I am using Nikon Coolpix P510 for my photography. The purpose of this blog is to publish my bird photography to World Wide Web.

নিজের সম্পর্কে বলা টা বেশ কঠিন ব্যাপার । ভালো কিছু বললে মনে হবে খুব অহংকারী । আর খারাপ কিছু বললে মনে হবে মাত্রাতিরিক্ত বিনয়ী । মূক থাকাটাই তাই বুদ্ধিমানের লক্ষণ । কিন্তু নিজের সম্পর্কে বলার সুযোগ পেলে বুদ্ধিভ্রংশ হতে পারে । তাই সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে নিতান্ত মূর্খের মতোই কিছু বলে ফেলি নিজের সম্পর্কে ।
যেখানে আমার জন্ম সেই জায়গা কে শহর না বলে মোটামুটি গ্রাম বললেই চলে – কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা । না না নিন্দে করছি না নিজের জন্মভূমির । আমার জন্মভূমি গ্রাম শহর যাই হোক না কেন তা আমার কাছে অত্যন্ত প্রিয় । ছোটবেলায় পড়াশোনা করেছি আমার প্রিয় স্কুল সারদা শিশু তীর্থে । তারপর তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ(উচ্চতর) বিদ্যালয় থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক । এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী পেয়েছি । ফটোগ্রাফি ছোটবেলা থেকেই আমায় খুব টানতো । একটা ছোট ক্যামেরা কিভাবে এতো সুন্দর ছবি ধরে রাখতে পারে তা সম্পর্কে আমার অত্যন্ত কৌতূহল ছিল । তখন থেকেই শখ ছিল একটা ক্যামেরার যা দিয়ে পৃথিবীর সমস্ত সৌন্দর্য্য বন্দী করে রাখতে পারবো ক্যামেরার রিলের মধ্যে । বর্তমানে সেই সব অ্যানালগ ক্যামেরাকে সরিয়ে দিয়ে ডিজিটাল ক্যামেরা চলে এসেছে । এরকমই একটা ডিজিটাল ক্যামেরা নিকন কুলপিক্স এল ২০ এর মধ্য দিয়ে আমার ছবি তোলার হাতে খড়ি । এরপর অনেক ক্যামেরাই ব্যাবহার করে ছবি তুলেছি বন্ধুদের কল্যাণে । তবে বর্তমানে আমার ছবি তোলার সঙ্গী নিকন কুলপিক্স পি ৫১০ । সব ধরনের ছবি তুলতেই আমার ভালো লাগে তবে পাখিদের ছবি তোলার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে ।